নাটোর অফিস॥
প্রধানমন্ত্রীর অনুদানে নির্মিত নাটোর জেলা আইনজীবী সমিতির নব নির্মিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে দুর্ব্যবহারে ক্ষুদ্ধ হয়েছেন স্থানীয় সাংবাদিকরা। গত বৃহস্পতিবার অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আইন মন্ত্রী আনিসুল হক । বেলা সাড়ে বারোটার দিকে সাংবাদিকরা তাদের দায়িত্ব পালন করছিলেন। তাদের ক্যামেরা পারসনরা যখন ছবি ও ভিডিও ধারণ করছিলেন তখন তাদেরকে বিভিন্ন ভাষায় গালাগালি করছিলেন আইনজীবীদের কেউ কেউ । প্রতিবাদ জানালে আইনজীবীদের কেউ কেউ সাংবাদিকদের সেখান থেকে বের হয়ে যেতে বলেন। এসময় তাদের সাথে সাংবাদিকদের বাকবিতন্ডা শুরু হয় । এতে উপস্থিত সাংবাদিকরা অনুষ্ঠানস্থল থেকে বের হয়ে যেতে উদ্যোত হলে প্রথমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সাংবাদিকদের থামানোর চেষ্টা করে অনুরোধ করেন তারা যেন সেখান থেকে চলে না যান। পরে নাটোর সদর ও নলডাঙ্গা আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ক্ষুদ্ধ সাংবাদিকদের কাছে ছুটে যান এবং সাংবাদিকদের শান্ত করেন । এসময় আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মালেক শেখ অনাকাংখিত ঘটনার জন্য সাংবাদিকদের কাছে ক্ষমা চান এবং ভুল শিকার করলে সাংবাদিকরা অনুষ্ঠান কভার করেন।
এই দিকে এঘটনায় সাংবাদিক নেতারা ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়ে নিন্দা জানান। ইউনিক প্রেসক্লাবের সভাপতি দেবাশীষ কুমার সরকার ও সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ সহ ক্লাবের সকল সদস্য সাংবাদিকদের সাথে এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান।