নাটোর অফিস॥
নাটোরের লালপুরে পদ্মানদী থেকে অবৈধ ভাবে ভরাট বালু উত্তোলন করে ইট ভাটায় সরবরাহ করার অপরাধে এক ভাটা মালিক এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রম্যমাণ আদালত। মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলার বিলমাড়িয়া ইইনিয়নের কয়লার ডহর এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক।
নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক ভ্রাম্যমাণ আদালতের সত্যতা নিশ্চিত করে জানান, বিলমাড়িয়া ইউনিয়নের কয়লার ডহর এলাকায় পদ্মা নদী থেকে অবৈধভাবে ভরাট বালু উত্তোলন করে ইট ভাটায় সরবরাহ করার অপরাধে ভাটার মালিককে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর সংশ্লিষ্ট ধারার বিধান মোতাবেক এক লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।’