নাটোর অফিস॥
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া শেখ ফজিলাতুন্নেসা মুজিব সরকারি মহিলা কলেজে প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তিতে রজত জয়ন্তী ও পূর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে প্রতিষ্ঠানের সাবেক-বর্তমানের দুই সহ¯্রাধিক শিক্ষার্থীর অংশ গ্রহনে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে জাতীয় পতাকা, বেলুন ও পায়রা উড়িয়ে দুইদিন ব্যাপি অনুষ্ঠানের উদ্বোধন করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লার সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল কুদ্দুস প্রমুখ। দুই দিনের অনুষ্ঠানের মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইবেন ক্লোজআপ তারকা লায়লা ও ইমরান খান।