নাটোর অফিস॥
নাটোরের লড়াকু মুক্তিমনা প্রয়াত মুক্তিযোদ্ধা খন্দকার আবু আলীর স্মরনে অুনষ্ঠিত হয়েছে স্মরন সভা। সোমবার রাতে ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এই স্মরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে এই স্মরন অনুষ্ঠান শুরু হয়। ইঙ্গিত থিয়েটার ও ভোর হলো সংগঠনের যৌথ আয়োজনে স্মরন অনুষ্ঠানে নাটোরের বিশিষ্টজনরা অংশ নেন। স্মরন অনুষ্ঠানে খন্দকার আবু আলীর স্মৃতি চারনের পাশাপাশি
আবৃত্তি,রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করা হয়। বিশিষ্ট প্রবীণ রাজনীতিক চন্দন সিদ্ধান্তের সভাপতিত্বে স্মৃতি চারন করেছেন সুখময় রায় বিল্পু, শিক্ষাবিদ অলোক মৈত্র, বীর মুক্তিযোদ্ধা সিনিয়র সাংবাদিক নবীউর রহমান পিপলু, সাংবাদিক বুলবুল আহমেদ,ইউনাইটেড প্রেস ক্লাব সভাপতি রেজাউল করিম,বর্ষীয়ান গণ সঙ্গীত শিল্পি জীতেন্দ্র নাথ, আবুল আসিফ মার্শাল,বাসদ নেতা দেবাশীষ রায়,কবি আশীক রহমান টিটো,জাহিদুল মাসুদ,
নারায়ন চন্দ্র দাস,ন্যাপ নেতা আব্দুর রশীদ মাষ্টার ,ছাত্র নেতা তুষার প্রমুখ। কবিতা আবৃত্তি সহ বক্তব্য রাখেন গৌর প্রিয়া পান্ডে, কবিতা আবৃত্তি করেন উমা ইসলাম। রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন রত্না পোদ্দার। অনুষ্ঠান শুরুতেই অনন্যা শ্রবন্তী তৃষা খন্দকার আবু আলীর সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন।