নাটোর অফিস ॥
নাটোরে আদিবাসী-নৃ-গোষ্টি যুবক-যুবতীদের নেতৃত্ব বিকাশের লক্ষ্যে তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা নিডা’র অডিটেরিয়ামে প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ও সিনিয়র সাংবাদিক নবীউর রহমান পিপলু। হিউম্যান রাইটস ডিফেন্ডার (এইচআরডি) ফোরামের ব্যবস্থাপনায় ও আইইটির সহায়তায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন যুব
উন্নয়ন সভাপতি প্রশিক্ষক হাফিজ আদনান রিয়াদ, নিডা পরিচালক জাহানারা বিউটি,আইইডির সহযোগী সমন্বয়কারী হরেন্দ্রনাথ সিং ,জাতীয় আদিবাসী পরিষদ সভাপতি প্রদীপ লাড়কা,আইপ ফেলো প্রতাপ সিং প্রমুখ।
আইইডির সহযোগী সমন্বয়কারী হরেন্দ্রনাথ সিং জানান, প্রশিক্ষনে ২০ জন আদিবাসী যুবক-যুবতী অংশ নিচ্ছে। এরমধ্যে ১৬ জনই যুবতী।