নাটোর অফিস॥
“প্রগতিশীল প্রযুক্তি অন্তর্ভুক্তিমূলক উন্নতি” এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের বাগাতিপাড়ায় ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২ উদযাপন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে সোমবার (১২ ডিসেম্বর) সকালে বঙ্গবন্ধু মুরালে পুস্পক স্তবক অর্পণ শেষে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলা চত্বরের প্রধান সড়ক ঘুরে প্রশাসনিক ভবনের সামনে শেষ হয়। পরে এ বিষয়ে উপজেলা পরিষদের বড়াল সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সুরাইয়া মমতাজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৫৮ নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম ঠাণ্ডু, বাগাতিপাড়া পৌর মেয়র একেএম শরিফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাদি ও মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম শাপলা, বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায় প্রমুখ।