নাটোর: নাটোরে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জোটের মুখপাত্র স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম ছাড়াও সমাবেশে অংশ নিয়ে সমসাময়িক রাজনীতি ও আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে কথা বলেন জোট নেতারা।
আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপিকে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহনের মাধ্যমে জনপ্রিয়তা যাচাই করার আমন্ত্রণ জানিয়ে দলটির প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, ‘সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের বিরুদ্ধে কেউ আন্দোলন করলে তা প্রতিহত করা হবে।’
বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারন সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়া সংবিধান ধুলিসাৎ করতে চান। ১৪ দলের ঐক্য ধরে রাখতে সংগঠিত হওয়ার বিকল্প নেই।’
বাসদ কেন্দ্রিয় আহ্বায়ক রেজাউর রশীদ খান বলেন, ‘আগামী নির্বাচনে আওয়ামীলীগকে আবারও ক্ষমতায় আনতে হবে। অাওয়ামীলীগের বিজয় ও উন্নয়ন একই সুত্রে গাঁথা।’
গণ আজাদী লীগ সভাপতি এস কে শিকদার বিএনপিসহ তৎপর দলগুলোকে উদ্যেশ্য করো বলেন, ‘ষড়যন্ত্র এখনো হচ্ছে। ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র প্রতিরোধ করতে হবে।’
বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির যুগ্ম সাধারন সম্পাদক অসিত বরন রায় বলেন, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আওয়ামী লীগকে আবার বেছে নিতে হবে।’
জাসদ স্থায়ী কমিটির সদস্য ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য রেজাউল করিম তানসেন বলেন, ‘গ্রেনেড হামলা মামলায় জনগন তারেক রহমানের ফাঁসি চেয়েছিল। তবুও এ রায়ে আমরা সন্তুষ্ট। বাংলাদেশের উন্নয়ন যাতে আর বাধাগ্রস্থ না হয় সে বিষয়ে জনগণকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।’
তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেন, ‘বাংলাদেশ এখন যে উচ্চতায় পৌঁছেছে, সেখান থেকে আর ফিরে আসার সুযোগ নেই। আগামী প্রজম্মের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়ার এখনই সময়।’
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় সাংসদ ও জেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল কুদ্দুস,সাধারন সম্পাদক ও নাটোর ২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর-১ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ, বড়াইগ্রাম উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদ মিজানুর রহমান,বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন,জেলা জাসদ সেক্রেটারি ডি এম আলম প্রমুখ।