নাটোর অফিস॥
নাটোরের বড়াইগ্রামে প্রশাসনের হস্তক্ষেপে এক স্কুলছাত্রীর (১৩) বাল্যবিয়ে বন্ধ হয়েছে। শনিবার বিকেলে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের নটাবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। ওই ছাত্রী স্থাণীয় তিরাইল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
ইউএনও মারিয়াম খাতুন বলেন, খবর পেয়ে মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন ও পুলিশ নিয়ে কনের বাড়িতে হাজির হই। এসময় কণের আতœীয়স্বজনদের ভোজ চলছিল। আমাদের উপস্থিত হতে দেখে সবাই পালিয়ে যায়। পরে কনের বাবাকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে অবহিত করলে তিনি মুচলেকা দিয়ে বিয়ে বন্ধ করে দেন।