নাটোর: নাটোর-৪(গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে আবারো আ’লীগের মনোনয়ন পাবেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান সংসদ সদস্য আব্দুল কুদ্দুস। বুধবার উপজেলার লক্ষীকোল পাইলট স্কুল মাঠে ১৪ দলীয় জোটের মহাসমাবেশে যোগ দিয়ে এ কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমি জানি ইনশাআল্লাহ এই লোকটাই (আব্দুল কুদ্দুস) নির্বাচনের জন্য আসবে। শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন, তার পক্ষেই কাজ করতে হবে।’
মোহাম্মদ নাসিম বলেন, ‘ঢাকায় গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বলবো যে নাটোর-৪ আসন আওয়ামী লীগের জন্যই থাকবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে। এখানে দলের বিজয় সুনিশ্চিত।’
বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল প্রামাণিক মহাসমাবেশে সভাপতিত্ব করেন। এ সময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, গণতন্ত্র পার্টির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, বাংলাদেশ গণ আজাদী লীগের সভাপতি এস.কে শিকদার, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, কমিউনিস্ট পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক ডা. অসিত বরণ রায়, বাসদ নেতা রেজাউর রশিদ খান রেজা, নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল এমপি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি, এ্যাডভোকেট আবুল কালাম এমপি, জাসদ নেতা এ কে এম রেজাউল করিম তানসেন এমপি প্রমুখ।