নাটোর অফিস॥
বড়াইগ্রামে ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ময়েন কে গ্রেফতার করেছে নাটোরের বাগাতিপাড়া মডেল থানা পুলিশ। রোববার (২৭ নভেম্বর) রাত ৯ টার দিকে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের চাঁনপুর নামক বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ময়েন উদ্দিন (৪৮) সিংড়া উপজেলার কালীনগর গ্রামের আফাজ উদ্দিন আমিনের ছেলে। বর্তমানে সে বাগাতিপাড়া উপজেলার চাঁনপুর রামাগাড়ী পাবনাপাড়া গ্রামের বাসিন্দা।
গ্রেফতারকারী অফিসার বাগাতিপাড়া থানার এএসআই মোঃ শরিকুল ইসলাম শরীফ বলেন, গ্রেফতারকৃত ময়েন উদ্দিন বড়াইগ্রাম থানায় দায়েরকৃত ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। তার বিরুদ্ধে নাটোর জেলার বড়াইগ্রাম, গুরুদাসপুর ও সিংড়া থানায় কমপক্ষে ৫ টি ডাকাতি মামলা রয়েছে। এছাড়াও সিংড়া উপজেলার ৪ নং কলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হত্যা মামলার প্রধান আসামী সে। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ চাঁনপুর বাজারে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ময়েনকে গ্রেফতার করেন।
এএসআই শরীফ আরো বলেন, এবছরের মে-জুন মাসে বিকাশ এজেন্টদের অস্ত্র ঠেকিয়ে তাদের কাছ থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগও আছে ময়েনের বিরুদ্ধে।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ময়েন উদ্দিনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বাগাতিপাড়া থানা পুলিশ সার্ভিলেন্ডে ছিলো। তাকে সোমবার (২৮ নভেম্বর) দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান অফিসার ইনচার্জ।