নাটোর অফিস॥
নাটোরের নলডাঙ্গায় একাদশ ও দ্বাদশ শ্রেনীর ১৫৪ জন মেয়ে শিশুর অংশগ্রহণে কারিগরী দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল তিনটা পর্যন্ত উপজেলার বাসুদেবপুর ডাঃ নাসির উদ্দিন মহাবিদ্যালয় সম্মেলন কক্ষে মেয়ে শিশুদের শিক্ষা সহযোগিতা কার্যক্রমের আওতায় এই কর্মশালার আয়োজন করে রুম টু রিড বাংলাদেশ নাটোর ফিল্ড অফিস।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোজিনা আক্তার। রির্সোস পার্সন হিসাবে উপস্থিত ছিলেন নাটোর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক কেএম আব্দুল মতিন ও উপজেলা সমাজ সেবা অফিসার সুমন সরকার। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার আব্দুল্লাহ আনসারীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন রুম টু রিড এর নাটোরের ফিল্ড ম্যানেজার মোঃ জয়নাল আবেদীন, কার্যক্রম উপস্থাপন করেন সিনিয়র প্রোগ্রাম অফিসার ফ্লোরা আক্তার, সঞ্চালনা ও কারিগরি দক্ষতা উন্নয়নের প্রয়োজনীয়তা নিয়ে উপস্থাপন করেন রুম টু রিড এর মেয়ে শিশুদের শিক্ষা সহযোগিতা কার্যক্রমের প্রোগ্রাম অফিসার বাসন্তী লতা দাস। এসময় উপস্থিত ছিলেন ডাঃ নাসির উদ্দিন মহা বিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ আলী, সাংবাদিক মামুনুর রশীদসহ রুম টু রিড এর কর্মকর্তাগণ।