নাটোর অফিস॥
নাটোরে বুদ্ধিবৃত্তিক এবং সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে মেধাবী জাতি গঠনের প্রত্যয়ে দুই দিনের ডিজিটাল উদ্ভাবনী মেলা শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে শেরে-বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে মেলার সমাপনী অনুষ্ঠানে পুরষ্কার প্রদান করা হয়।
সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক শামীম আহমেদ প্রধান অতিথি এবং পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নুর আহমেদ মাসুম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশের টেকসই লক্ষ্যমাত্রা অর্জনে ২০৩০ সালের মধ্যে মডেল এসডিজি রাস্ট্র এবং ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকার উদ্যোগ গ্রহন করেছে। প্রযুক্তি দক্ষতা বৃদ্ধি, উদ্ভাবন এবং সৃজনশীল কর্মকান্ডের মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। অন্যথায় প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়।
উদ্ভাবন, ডিজিটাল সেবা, হাতের মুঠোয় সেবা এবং শিক্ষা, দক্ষতা, উন্নয়ন ও কর্মসংস্থান-এই চারটি বিষয়ভিত্তিক প্যাভিলিয়নের মাধ্যমে ৫১টি স্টলে মেলা প্রদর্শিত হয়। সাতটি উপজেলার শিক্ষার্থীদের জন্যে আয়োজন করা হয় প্রযুক্তি বিষয়ক প্রোগ্রামিং প্রতিযোগিতার।
মেলায় প্রদর্শিত কার্যক্রমের উদ্ভাবন বিবেচনা করে এবং প্রোগ্রামিং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়।