নাটোর অফিস॥
নাটোর রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে যুব স্বেচ্ছাসেবকদের তিন দিন ব্যাপী প্রাথমিক ও মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে । আজ সোমবার নাটোর শহরের কান্দিভিটাস্থ বিএমএ ভবনে এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউনিট কার্যনির্বাহী সদস্য ও কেন্দ্রীয় কৃষক লীগ নেতা মোঃ কামাল উদ্দিন মোল্লা। নাটোর রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মোঃ জালাল উদ্দিনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুর রহমান, নাটোর রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান মৌমিতা ভট্টাচার্য প্রমুখ । অনুষ্ঠানে সঞ্চালনা করেন নাটোর রেড ক্রিসেন্ট ইউনিটের অফিসার মোঃ আক্তার হোসেন মিঠু।
নাটোর রেড ক্রিসেন্ট ইউনিটের অফিসার মোঃ আক্তার হোসেন মিঠু জানান, তিন দিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় ইউনিটের ৩০ জন যুব স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন।