নাটোর অফিস॥
নাটোরে কেক কেটে ডিজিটাল সেন্টারের এক যুগ পূর্তি উদযাপন করা হয়। আজ শুক্রবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কেক কাটা হয়। এসময় শুভেচ্ছা উপহার হিসেবে উদ্যোক্তাদের পেনড্রাইভ প্রদান করা হয় । এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নুর আহমেদ মাছুম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন শিক্ষাবিদ সুবিধ কুমার মৈত্র , অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন , উদ্যোক্তা মধ্যে নীলা চৌধুরী , আবু সেলিম প্রমুখ। সহকারী কমিশনার (আইসিটি) ইয়াসীন সাদেক অনুষ্ঠান পরিচালনা করেন।
সভায় বক্তারা বলেন, ২০১০ সালে প্রতিষ্ঠারর সময়ে সংশয় থাকলেও ইউনিয়ন ডিজিটাল সেন্টার এখন বাস্তবতা এবং তৃণমূলে থেকে মানুষের কাংখিত সেবা প্রাপ্তির কেন্দ্রবিন্দু। এসব সেন্টারের মাধ্যমে মানুষের দুর্ভোগ কমেছে, অর্থ ও সময়ের সাশ্রয় হয়েছে। এই সেন্টারগুলোই ডিজিটাল বাংলাদেশের বাতিঘর।