নাটোর: নাটোরের লালপুরে বাংলাদেশ আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার (০৮ অক্টোবর) বিকেলে আদিবাসী পরিষদ লালপুর শাখার আয়োজনে এক র্যালি বের হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। র্যালি শেষে লালপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আদিবাসী পরিষদ লালপুর শাখার আহবায়ক বাবু সংকর সরদারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-১ আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ এমপি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর থানা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী, সদস্য ফিরোজ আল হক ভুঁইয়া, দুয়ারিয়া ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম লাভলু প্রমুখ। এছাড়াও আদিবাসী পরিষদের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ ও সুধিজনরা উপস্থিত ছিলেন।