নাটোর: নাটোরের লালপুর উপজেলার লক্ষণ বাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের বিদ্যামান একাডেমিক ভবনের উর্দ্ধমুখী স¤প্রসারণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (০৮ অক্টোবর) বিকেলে লক্ষণ বাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় চত্বরে এই ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নাটোর-১ আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ভবনের ভিত্তি প্রস্থাপন করেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায় কলেজটির নতুন ভবন টি নির্মিত হবে যা বাস্তবায়ন করবে শিক্ষা প্রকৌশর অধিদপ্তর পাবনা জোন।
ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিদ্যায়েল ম্যানেজিং কমিটির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লালপুর থানা আ.লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী, নাটোর শিক্ষা অধিদপ্তরের সহকারী প্রকৌশলী ফারুকুজ্জামান, লালপুর-বাগাতিপাড়া শিক্ষা অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী সেলিম রেজা, আড়বাব ইউনিয়ন ৪নং ওয়ার্ড আ.লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম, সম্পাদক এমদাদুল হক মিলন প্রমুখ। এ সময় বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, ম্যানেজিং কমিটির সদস্য, এলাকার নেতৃস্থানীয় ব্যাক্তি ও সুধিজনরা উপস্থিত ছিলেন।