মো: মাফিউর রহমান রুপ
গুরু বলে ডাকি আমি নাটোরের জীবনান্দ,
কবিতায় পাই আমি কত যে আনন্দ!
তারে বলি আছি যে মন্দ….
কহি তারে প্রানের নাটোরের ছন্দ।
তার কথাগুলি হায় কেন এতো কাটরে?
আছো কই দাদগো চলে এসো নাটোরে।
মধু নিলে তাড়বে এক ঝাঁক বোল্লা,
নাটোরে এলে পাইবে মিষ্টি কাঁচাগোল্লা।
কবে দেখা মিলবে তোমার পবন,
নাটোরে আছে রাজবাড়ি গণভবন।
পড়ে গলায় কত হায়-সোনা রুপার চেইন,
আজো আমি ইতিহাস খুজি কে এই বনলতাসেন।
আরে ভাই নাটোরের ইতিহাস ঘাটোরে,
অনেক ভালবাসা লুকিয়ে আছে প্রানের নাটোরে।