নাটোর অফিস॥
নাটোরের বাগাতিপাড়ায় বড়াল নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছেন মুনসুর রহমান মিন্টু(৬৫) নামের এক বৃদ্ধ। নিখোঁজ মিন্টু লালপুরে উপজেলার মৃত নুর মোহাম্মদের ছেলে এবং তিনি বর্তমান বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়নের নন্দীকুজা (মোল্লাপাড়া) গ্রামের নজির আলির (ঘর) জামাতা হিসেবে স্থানীয় বাসিন্দা।
মিন্টু বড় ছেলে সাহেব আলী জানান,তার বাবা নদের ধারে অবস্থিত একজনের পেয়ারা বাগানে ২০-২২ দিন যাবৎ কাজ করতে এবং সেখানে থাকতেন। দুপুরে গোসলের জন্য নদীতে নামলে আর উঠে আসেনা।গোসলের পর ব্যবহারের জন্য লুঙ্গি ও ব্যবহারের লাঠি,সেন্ডেল(জুতা) নদের ঘাটে পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা নদীতে নেমে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয় ।
দয়ারামপুর ফায়ার স্টেশন ইন্সপেক্টর মঞ্জুরুল আলম বলেন, অসুস্থ ও বয়স্ক হওয়ায় ধারনা করা হচ্ছে বৃদ্ধ মন্টু মিয়া গোসল করতে গিয়ে নদীর পানিতে তলিয়ে গেছেন। তাকে উদ্ধারে তাদের একটি দল ও স্থানীয়রা সন্ধ্যা পর্যন্ত অভিযান অব্যাহত রাখেন তবে তাকে খুঁজে পাওয়া সম্ভব হয়নি। আগামী সকাল ৬ টায় পূনরায় তাকে উদ্ধারের জন্য ডুবুরি টিম নিয়ে কাজ চলবে বলে জানিয়েছেন।