নাটোর: নিজস্ব পুঁজি গঠন করে নিজেদের উন্নয়নে বিনিয়োগের লক্ষ্য নিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের প্রান্তিক চাষীদের অংশগ্রহনে নাটোরে অনুষ্ঠিত হয়েছে নেতৃত্ব উন্নয়ন কর্মশালা। শুক্রবার সকালে শহরের টিএমএসএস মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে দুুই দিনব্যপী এ কর্মশালার উদ্বোধন করেন দৈনিক সমকাল ও একুশে টেভিশনের সাংবাদিক, জাগোনাটোর২৪.কমের পাবলিসার বীর মুক্তিযোদ্ধা নবীউর রহমান পিপলু।
বেসরকারী সংস্থা এএলআরডির আয়োজনে নাটোর, পাবনা ও রাজশাহীর নারীসহ ৩৩ জন ক্ষুদ্র ও নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের চাষীরা কর্মশালায় অংশগ্রহণ করেন। উদ্বোধন শেষে প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন এএলআরডির জেলা সমন্বয়কারী রফিকুল ইসলাম ও আদিবাসী উন্নয়ন সংস্থার সভাপতি নরেশ ওড়াঁও। উল্ল্যেখ্য, দেশের ১০ টি জেলায় ১১টি অংশীদার সংগঠনের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রমটি চলমান রয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের দারিদ্র বিমোচনের মাধ্যমে আত্ন নির্ভরশীলতা অর্জনের পথ সুগম হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।