নাটোর অফিস॥
ছোট ভাইকে বিয়ে দিয়ে মানিকগঞ্জের ঘিওর থেকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় নিজ বাড়িতে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান ফুফু ও ফুপা সহ ৪ জন। সেই ফুফুর সাথে দুই ভাই নাফি (৭) ও রাফি (৯) গিয়েছিল বিয়ে বাড়িতে। ফেরার পথে তাদের বহনকারী মাইক্রোবাস সোমবার রাত ১১টার দিকে সিরাজগঞ্জের ঝাঐল ওভার ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীতমুখী বাসের সাথে সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলে মারা যায় ফুফু-ফুপা, চালক ও কনে পক্ষের একজন। গুরুতর আহত হয় ওই দুই ভাতিজা সহ মাইক্রোবাসের ৯ যাত্রী। ঢাকার মহাখালীস্থ ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে আইসিউতে দুই ভাই ভর্তি থাকার পর বুধবার সন্ধ্যা ৭টার দিকে মারা যায় শিশু নাফি। সে বড়াইগ্রামের বনপাড়া পৌর শহরের পূর্ব কালিকাপুরের মশিউর রহমানের ছেলে ও পশ্চিম কালিকাপুর মাদ্রাসার ছাত্র। নিহত ফুফু ও ফুপার নাম পান্না বেগম (৪০) ও জাহাঙ্গীর আলম (৪৮)। তাদের বাড়ি একই মহল্লায়। নিহত অপর ২জন হলেন মাইক্রোবাস চালক বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও গ্রামের নুরুল ইসলামে ছেলে সেলিম হোসেন (৩৫) এবং কনে পক্ষ মানিকগঞ্জের রফিকুল ইসলাম (৪৫)।
বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন জানান, ঝাঐল ওভার ব্রিজ এলাকায় বিপরিত দিক থেকে আসা তিশা পরিবহনের সাথে মাইক্রোবাসটির সংঘর্ষ ঘটলে এই হতাহতের ঘটনা ঘটে।