নাটোর অফিস॥
নাটোরের সিংড়ায় ২০২২-২৩ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় ৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা কৃষি অফিস হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রত্যেক কৃষককে ১কেজি পেঁয়াজ বীজ এবং ২০ কেজি করে ডিএপি ও এমওপি সার প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজি, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেলিম রেজা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদুল হাসান, সাংবাদিক ও পরিবেশ কর্মী সাইফুল ইসলাম প্রমূখ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেলিম রেজা জানান, অসময়ে পেঁয়াজের ঘারতি মেটাতে বিনামূল্যে বীজ ও সারের পাশাপাশি পেঁয়াজের প্রদর্শনী প্লট বাবদ আরো আনুসাঙ্গিন সরঞ্জামাদি বিতরণ করা হচ্ছে।