রাস্তার ওপর ওরা তিনজন মোবাইল ফোনে ইমো হ্যাকিং করছিল

নাটোর প্রতিনিধি॥
নাটোরের লালপুর থেকে পারভেজ মোশারফ (২৪) ,শাহিনুর (২৩) ও শাকিল আহমেদ (২২) নামে ইমো হ্যাকার চক্রের ৩ সদস্য গ্রেফতার করেছে র‌্যাব। চক্রের ওই তিন সদস্য রাস্তার ওপর মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইমো হ্যাকিং করে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার সময় গ্রেপ্তার হয়। গ্রেপ্তারকৃত পারভেজ মোশারফ লালপুর উপজেলার রহিমপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে, শাহিনুর উদনপাড়া গ্রামের মৃত আলী হোসেনের ছেলে ও শাকিল আহমেদ রহিমপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে।
র‌্যাব নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইমো হ্যাকার চক্রের অবস্থান জানতে পেরে বৃহস্পতিবার রাত ১টার দিকে লালপুর উপজেলার ভেল্লাবাড়িয়া বাজার এলাকায় অভিযান চালায় র‌্যাবের একটি দল। চক্রের কয়েকজন সদস্য রাস্তার ওপর মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইমো হ্যাকিং করে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার সময় পারভেজ মোশারফ,শাহিনুর ও শাকিল আহমেদ নামে তিন হ্যাকারকে গ্রেপ্তার করা হয়। এসময় ৪টি সিম কার্ড ও ২টি মোবাইল জব্দ করা হয়। এঘটনায় লালপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে ২০১৮ এর ২০/২৪/৩৪/৩৫ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *