নাটোর অফিস॥
পাবনায় হেযবুত তওহীদের কার্যালয়ে হামলা ও সুজন হত্যার বিচারের দাবিতে । হেযবুত তওহীদের নেতাকর্মীরা মানববন্ধন ও নাটোর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
আজ সকাল দশটায় নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে হেযবুত তওহীদের সভাপতি সাকিব আহমেদের নেতৃত্বে একটি দল জেলা প্রশাসক শামীম আহমেদের সাথে সাক্ষাৎ করে সুজন হত্যার বিচারের দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করে।
এসময় উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক আব্দুর সবুর খান,সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমুখ।
উল্লেখ্য, গত ২৩ আগস্ট মঙ্গলবার রাতে হেযবুত তওহীদের পাবনা স্থানীয় কার্যালয়ে হামলা চালায়। এতে হেযবুত তওহীদের ১০ সদস্য আহত হন। এরমধ্যে গুরুতর আহত অবস্থায় দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হলে সেখানেই ২৪ আগস্ট রাত আড়াইটায় সুজন শেখ নামে এক সদস্য মারা যান। পরে এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হলে সাত আসামিকে আটক করতে সক্ষম হয় পুলিশ।