বাগাতিপাড়া: নাটোরের বাগাতিপাড়ায় অ্যাড. আবুল কালাম এমপি প্রাথমিক মেধা যাচাই প্রতিযোগীতায় সাংবাদিক কন্যা মিশকাতুল মঞ্জুর অর্থি চতুর্থ শ্রেণীতে প্রথম স্থান অর্জন করে আবারও উপজেলায় সেরা নির্বাচিত হয়েছে। এর ফলে সে পরপর তিনবার উপজেলায় সেরা নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করল। সে চকগোয়াশ সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে এ মেধা যাচাই প্রতিযোগীতায় অংশ গ্রহন করে। উপজেলা শিক্ষা বিভাগ গত বছর থেকে এ ধরনের প্রতিযোগীতার আয়োজন করছে। চলতি বছর এ প্রতিযোগীতায় উপজেলার ৫৬ টি প্রাথমিক বিদ্যালয়ের এক, দুই ও তিন রোল নম্বরধারীসহ তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে মোট ৩৫৩ জন প্রতিযোগী অংশ নেয়। এদের মধ্যে ১০০ নম্বরের সংক্ষিপ্ত প্রশ্নের পরীক্ষার মাধ্যমে প্রত্যেক শ্রেণীতে উপজেলা পর্যায়ে ১০ জন এবং প্রত্যেক ইউনিয়ন ও পৌর পর্যায়ে ২ জন করে মোট ২২ জনকে সেরা নির্বাচিত করা হয়। মিশকাতুল মঞ্জুর অর্থি এর আগেও তৃতীয় শ্রেণীতে একই প্রতিযোগীতায় এবং বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে শিক্ষা বিভাগের আয়োজনে কুইজ প্রতিযোগীতায় প্রথম স্থান অর্জন করে উপজেলায় সেরা নির্বাচিত হয়েছিল। এছাড়াও অর্থি শিশু ও প্রথম শ্রেণীতে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী প্যারাগন কিন্ডার গার্টেন থেকে বাংলাদেশ কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশন বৃত্তি লাভ করে। সে বাগাতিপাড়া উপজেলা প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও দৈনিক যুগান্তর পত্রিকার বাগাতিপাড়া উপজেলা প্রতিনিধি প্রভাষক মঞ্জুরুল আলম মাসুম ও শিক্ষিকা নাজনীন সুলতানার কন্যা। অর্থি সকলের দোয়া প্রার্থী।