নাটোর অফিস॥
রোগ সংক্রমণ প্রতিরোধ করার লক্ষ্যে সঠিক পদ্ধতিতে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে জেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক সুফিয়া নাজিম। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
সভায় মূল বক্তব্য উপস্থাপন করে পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ মেজ-বাবুল আলম বলেন, রোগ সংক্রমণ প্রতিরোধে প্রত্যেক চিকিৎসা সেবা কেন্দ্রগুলোতে চিকিৎসা-বর্জ্য ব্যবস্থাপনা এবং প্রক্রিয়াজাতকরণ বিধিমালা অবশ্যই মেনে চলতে হবে। এসব সেবা কেন্দ্রগুলোতে বর্জ্য সংরক্ষণে ঝুঁকিবিহীন সাধারণ বর্জ্য, ধারাল বর্জ্য, পুনঃচক্রায়নযোগ্য, সংক্রামক এবং তরল বর্জ্য বিন ব্যবহার করতে হবে। প্রত্যেক সেবা কেন্দ্রে অবশ্যই কেন্দ্রীয় বর্জ্য সংরক্ষণাগার থাকতে হবে। বিধিমালার শর্ত পূরণ করে প্রত্যেক হাসপাতাল ও ক্লিনিক মালিককে পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স গ্রহন কিংবা নবায়ন করতে হবে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোরের সিভিল সার্জন ডাঃ রোজী আরা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আশরাফুল ইসলাম, বিএমএ নাটোর জেলা শাখার সভাপতি ডাঃ এস এম জাকির হোসেন, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের সভাপতি আব্দুল আওয়াল রাজা প্রমুখ।
জেলা প্রশাসনের সহযোগিতায় পরিবেশ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয় এই সভার আয়োজন করে।