প্রধান শিক্ষককে লাঞ্চিতকারীর বিচার দাবীতে স্মারকলিপি প্রদান

নাটোর অফিস॥
নাটোরের বড়াইগ্রাম উপজেলার চাঁন্দাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুল হককে লাঞ্চনাকারী ওয়াদুদ সরকারকে দ্রুত গ্রেফতারের মাধ্যমে বিচারদাবীতে ইউএনও বরাবর স্মারকলিপি দিয়েছে মাধ্যমিক শিক্ষক সমিতি। রোববার দুপুরে ইউএনও মারিয়াম খাতুনের হাতে স্মারক লিপি তুলেদেন মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক ওয়াছেক আলী সোনার, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মাহবুবুর রহমান । এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রউফ, প্রধান শিক্ষক রেজাউল করিম, জাহাঙ্গীর আলম, মিজানুর রহমান, গোলাম কিবরিয়া মানিক প্রমূখ।
ইউএনও মারিয়াম খাতুন স্মারকলিপি প্রাপ্তি স্বীকার করে বলেন, এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে অফিসার ইনজার্চ আবু সিদ্দিককে বলা হয়েছে। ওসি আবু সিদ্দিক বলেন, আসামী পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হচ্ছে না।
প্রসঙ্গত, গত সোমবার বিকেলে গ্রীষ্মকালী ক্রিড়া প্রতিযোগিতায় চাঁন্দাই ইউনিয়নের বাছাই পর্বের খেলা চলছিল। ওই খেলা দেখতে দাওয়াত না দেওয়ায় স্থাণীয় ওয়াদুদ সরকার প্রধান শিক্ষককে অশ্লিল ভাষায় গালাগাল ও শারীরিক ভাবে লাঞ্চিত করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *