নাটোর অফিস॥
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভায় তিনটি সড়ক পাঁকা করণ কাজের উদ্বোধন করা হয়েছে। বোররাব সকালে পৌরসভার এক নং ওয়ার্ডের মহিষভাঙ্গায়, সাত নং ওয়ার্ডের হারোয়ায় ও দশ নং ওয়ার্ডের কালিকাপুর এলাকায় ওই সড়ক গুলোর পাঁকা করণ কাজের উদ্ধোন করেন মেয়র কেএম জাকির হোসেন।
গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয় প্রকল্প-২ (আইইউআইডিপি-২) প্রকল্পের আওতায় ওই সড়ক নির্মাণ কাজের বাস্তবায়ন করবে এলজিইডি ও বনপাড়া পৌরসভা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী আলহাজ¦ আতাউর রহমান, কাউন্সিলর আশরাফুল ইলম, নজরুল ইসলাম, শহিদুল ইসলাম, শরিফুন্নেসা শিরিন ও সোনাভান বেগম। কাজ গুলো করবেন ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সুমান ট্রেডার্স।