নাটোর অফিস॥
নাটোরের বনপাড়া পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা (পিএনও) মোঃ আবুল হাই এর বিদায়ী সংবর্ধনা সোমবার পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। পৌর মেয়র কেএম জাকির হোসেনের সভাপতিত্বে কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীদের আবেগঘন এক পরিবেশে ওই বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়।
সভাপতির বক্তৃতায় মেয়র কেএম জাকির হোসেন অশ্রু সংবরণে ব্যর্থহন। এসময় উপস্থিত সকলেই আবেগাক্রান্ত হয়ে পরেন। মেয়র বলেন, এই প্রতিষ্ঠানকে পিএনও সাহেব নিজের প্রতিষ্ঠান হিবেসে কাজ করেছেন। কখনোই এখানের কর্মকর্তা হিসেবে শুধু দায়িত্ব পালন করেন নাই। তার দক্ষ নেতৃত্বে সকল কর্মকর্তা-কর্মচারী দায়ীত্বশীলতার পরিচয় দিয়েছেন। মহামারী করোনা মোকাবেলায় বলিষ্ঠ ভূমিকা রেখেছেন।
নির্বাহী প্রকৌশলী আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন হিসাবরক্ষণ কর্মকর্তা দেলোয়ার হোসেন, কাউন্সিলর বোরহান উদ্দিন, শহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মোহিত কুমার, শরিফুন্নেসা শিরিন, কর্মকর্তা আব্দুল হামিদ, নাজনীন আক্তার, আকুল হোসেন, মাসুদ রানা প্রমূখ। বিদায়ী আবেগঘন বক্তৃতা করেন পিএনও আব্দুল হাই। শেষ মোনাজাত করেন, হাফেজ শাহিনুর রহমান।