নাটোর অফিস॥
প্রত্যন্ত অঞ্চলে নারীদের নিয়ে বাল্য বিবাহ বিরোধী উঠান বৈঠক করেছেন উপজেলা প্রশাসন। রবিবার বিকেলে নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুর ইউনিয়নের খুবজীপুর গ্রামে ওই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে নারীদের উদ্দেশ্যে বাল্য বিবাহ বিরোধী জনসচেতনতামূলক বক্তব্য রেখে ইউএনও তমাল হোসেন বলেন, গত তিন বছর আগেও গুরুদাসপুর উপজেলার বাল্যবিবাহের চিত্র ছিলো অনেক বেশি। সৃজনশীল ব্যতিক্রমী সকল উদ্যোগের কারণে গত তিন বছরে বাল্যবিবাহ কমেছে। বন্ধ করা হয়েছে ২৭৮টি বাল্যবিবাহ। উপজেলাব্যাপী নারীদের নিয়ে উঠান বৈঠক, স্কুল-কলেজে বিলবোর্ডসহ বিভিন্ন সভা-সেমিনার করা হয়েছে। তিনি নারীদের উদ্দেশ্যে আরও বলেন, আপনারা আপনাদের সন্তানদে বাল্য বিবাহ দিবেননা। নিজেদের ছেলে-মেয়েদের বাল্য বিবাহ দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিবেন না। ছেলে-মেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করান। দেখবেন একদিন আপনার ছেলে-মেয়েরাই আপনার, সমাজ ও দেশের মুখ উজ্জল করবে। এমনিক প্রতিবেশি কেউ তাদের ছেলে মেয়েদের বাল্য বিবাহ দেওয়ার চেষ্টা করলে আমাদেরকে জানান। ছেলে-মেয়েদের পড়াশোনা করতে সরকার তাদের পাশে সার্বিক ভাবে সহযোগিতা করে যাচ্ছেন। তাই আসুন সকলে মিলে গুরুদাসপুর উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত করার চেষ্টা করি।
এসময় উঠান বৈঠকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খুবজীপুর ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম দোলন, খুবজীপুর এম হক ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবু সাইদ, গুরুদাসপুর সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম মিঠু, খুবজীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনিসুর রহমানসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ।
বক্তারা বাল্যবিয়ের কুফল তুলে ধরে এলাকায় সচেতনতা সুষ্টির লক্ষে অবিভাবকদের সচেতন থাকার জন্য অনুরোধ করেন।