সকলকে কাঁদিয়ে চলে গেলেন বিএনপি নেতা আমিনুল হক

 

নাটোর অফিস॥
নাটোর জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হকের ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। রোববার ৫টার দিকে তিনি বুকে ব্যাথা অনভব করলে তাকে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেস নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুম আমিনুল হক এফবিসিসিআইয়ের পরিচালক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা চেম্বার অব কমার্সের সভাপতি ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর৷ তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার একমাত্র পুত্র সন্তান সুকেল চিকিৎসার জন্য ভারতে অবস্থান করছেন। পিতার মৃত্যুর খবর পেয়ে তিনি দেশের উদ্দেশ্রে রওনা হয়েছেন। তিনি দেশে ফেরার পর কাল সোমবার বাদ জোহর মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হতে। শহরের পশ্চিম আলাইপুর এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে আমিনুল হক মৃত্যুকালে স্ত্রী,১ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহি রেখে যান।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব রহিম নেওয়াজ ও সাবেক সাধারন সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু , আমিনুল হকের ইন্তেকাল করার বিষয়টি নিশ্চিত করে জানান,ভারতে অবস্থানরত তার ছেলে দেশে আসার পর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।তবে সোমবার বাদ জোহর জানাযার নামাজের সম্ভাব্য সময় নির্ধারত করা হয়েছে। এদিকে আমিনুল হকের মৃত্যুতে সাবেক উপমন্ত্রী ও বিএনপির কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও বিএনপির বিভিন্ন স্তরের নেতা কর্মী সহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শোক প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *