নাটোর অফিস॥
নাটোরের বড়াইগ্রামে এক নারী ইউপি সদস্যকে প্রকাশ্যে মারপিটের অভিযোগ উঠেছে। জহুরা বেগম (৪৮) নামের ওই নারী উপজেলার জোনাইল ইউনিয়নের সংরক্ষিত -২ আসনের সদস্য। শনিবার দুপুরে জোনাইল বাজারের কালিবাড়ি এলাকায় ওই মারপিটের ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে স্থাণীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
জহুরা বেগম বলেন, আমার ছেলে রুবেল হোসেন (২৪) ব্যাটারী চালিত ইজিবাইক চালিয়ে জীবিকা করেন। হঠাৎ করে জোনাইল বাজার স্ট্যান্ডে পার্কিং করতে চাঁদা দাবি করেন দীঘইর গ্রামের আরিফ হোসেন ও চামটা গ্রামের আশরাফুল ইসলাম। চাঁদা দিতে অস্বীকার করলে তারা রুবেলকে মারধর করে। পরে ছেলেকে মারধর করার কারণ জানতে চাইলে ওই দুই যুবক আমাকেও মারপিট করেন। এসময় আমার ননদ সেলিনা বেগমসহ স্থাণীয়রা তাদের হাত থেকে উদ্ধার করে।
জোনাইল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি আমি শুনেছি। ইউপি সদস্য জহুরা বেগমকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক বলেন, এ বিষয়ে কোন অভিযোগ আসে নাই।