নাটোর অফিস ॥
নাটোরের নলডাঙ্গায় দু’টি মোটরসাইকেল-সিএনজি (ত্রি-হুইলার) মুখোুমখি সংঘর্ষে মোঃ নাইম হোসেন (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে বিলাশ (১৭) ও তানভির (১৯) নামে অপর দুই জন ।
শনিবার বেলা ১১ টার দিকে উপজেলার নলডাঙ্গা-পীরগাছা সড়কের বাড়ইহাটি গ্রামের মন্দিরের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত নাইম হোসেন উপজেলার বাঙ্গালখলসী গ্রামের মোঃ বাবুর ছেলে। আহতরা একই গ্রামের বাসিন্দা।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার বেলা প্রায় ১১ টার দিকে নাইম ও তানভির মোটরসাইকেল নিয়ে নিজ বাড়ি থেকে পীরগাছার দিকে যাচ্ছিল। পথে নলডাঙ্গা-পীরগাছা সড়কের বাড়ইহাটি গ্রামের মন্দিরের সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা সিএনজির (ত্রি-হুইলার) সাথে মোটরসাইকেলের মুখোুমখি সংঘর্ষ হয়। এতে গুরুতর জখম হয়ে নাইম ঘটনাস্থলেই মারা যায়। এসময় আরো একটি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়। এতে ওই মোটরসাইকেলের আরোহী তানভির এবং একই সঙ্গে অন্য মোটরসাইকেলের আরোহী বিলাশ আহত হয়। তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তনের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। সিএনজি চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি।