নাটোর অফিস॥
নাটোরের সিংডায় একাদশ শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে একই কলেজের অফিস সহকারী আব্দুল খালেক (৫৮)কে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে আব্দুল খালেককে আটক করা হয়। আটক আব্দুল খালেক উপজেলার চামারি ডিগ্রি কলেজের অফিস সহকারী ও হাসিঘাটি গ্রামের আব্দুল কাদের এর ছেলে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুছাদ্দিকুর রহমান জানান, বুধবার বেলা ১১ টার দিকে একাদশ শ্রেণীর এক শিক্ষার্থী লাইব্রেরি রুমে গেলে অফিস সহকারী আব্দুল খালেক তাকে শ্লীলতাহানির চেষ্টা করে। এসময় শিক্ষক ও শিক্ষার্থীরা অভিযুক্ত আব্দুল খালেককে আটক করে রাখে। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীসহ এলাকাবাসী আব্দুল খালেকের শাস্তির দাবিতে কলেজ এলাকায় বিক্ষোভ করে। পরে ৯৯৯ এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত আব্দুল খালেক আটক করে থানায় নিয়ে যায়। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ভুক্তভোগী ওই শিক্ষার্থী অফিস সহায়ক আব্দুল খালেকের শাস্তি চেয়ে বলেন, সে তাকে প্রায়ই কুপ্রস্তাব দিতো।
অভিযুক্ত আব্দুল খালেক তাঁর বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা দাবি করে বলেন,তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন।
সিংড়া থানার ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, স্থানীয়রা অফিস সহায়ক আব্দুল খালেককে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।