নাটোর: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অভিনেতা আসাদুজ্জামান নূর বলেছেন, শিক্ষা ও জ্ঞানকে আমরা এক করে ফেলছি। শিক্ষিত হওয়ার চেয়ে জ্ঞানী হওয়াটা বেশী দরকার। অভিভাবকদের চাপে কোমলমতি শিশুরা আজ বিপর্যন্ত। শিক্ষার নামে তাদের উপর বইয়ের বোঝা চাপিয়ে দেয়া হচ্ছে। ‘
বৃহস্পতিবার সন্ধ্যায় নাটোর কানাইখালী স্টেডিয়ামে
চলনবিল আঞ্চলিক সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করে
মন্ত্রী এসব কথা বলেন।
আসাদুজ্জামান নূর বলেন, ‘ সংস্কৃতি মানুষের ব্যক্তিস্বাতন্ত্র্যকে জাগ্রত করে, বোধের জাগরণ ঘটায়। এই সংস্কৃতি প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত হওয়া দরকার। অথচ আজকের প্রজন্মকে সাংস্কৃতিক চর্চা থেকে দূরে রাখা হচ্ছে।’
অভিভাবকদের প্রতি প্রশ্ন রাখেন মন্ত্রী, ‘আমাদের সন্তানদের কি সাংস্কৃতিক চর্চার সুযোগ দেয়া না?’
সকল অশুভ শক্তি ও প্রচেষ্টা রুখে দিতে হলে প্রয়োজন সংস্কৃতিক ঐক্য জানিয়ে মন্ত্রী বলেন,’ বাঙ্গালী জাতির ঐক্যের শেকড় সংস্কৃতি। সংস্কৃতির বিকাশে সকলকে এগিয়ে আসতে হবে।’
এ সময় অন্যান্যের মধ্যে আইসিটি প্রতিমন্ত্রী এড জুনাইদ আহমেদ পলক, সদর আসনের সাংসদ শফিকুল ইসলাম শিমুল, বড়াইগ্রাম-গুরুদাসপুর আসনের সাংসদ আব্দুল কুদ্দুস, বিদায়ী জেলা প্রশাসক শাহিনা খাতুন, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, নাটোর পৌর মেয়র উমা চৌধুরী,
আয়োজক কমিটির সদস্য সচিব আলতাব হোসেন প্রমুখ।
২৯ সেপ্টেম্বর রাতে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে।