নাটোর অফিস॥
নাটোরে মাদ্রারাসা শিক্ষক জাফর বরকতকে মারধরের প্রতিবাদ ও তার ওপর হামলার সাথে জড়িত অন্য আসামীদের আটকের দাবীতে মাদ্রাসায় মানববন্ধন করতে পারেনি মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা। তারা মানববন্ধন শুরু করলেও তা হতে দেয়নি পুলিশ। পুর্ব ঘোষনা অনুযায়ী বৃহস্পতিবার সকালে হয়বতপুর গোলাম ইয়াছিনিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা মাদ্রাসার ভিতরে মানববন্ধনের প্রস্তুতি নেয়। এসময় পুলিশ বাধা দিয়ে তাদের সরিয়ে দিলে মানববন্ধন কর্মসুচি পন্ড হয়ে যায়। এর আগে এলাকার পরিবেশ শান্তিপুর্ন ও স্বাভাবিক রাখতে বৃহস্পতিবার সকাল থেকে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। হয়বতপুর বাজার ও মাদ্রাসা এলাকায় নাটোরের নিবার্হী ম্যাজিষ্ট্রেট খালিদ হাসান, সহকারী পুলিশ সুপার মোহসিন ও নাটোর থানার অফিসার ইনচার্জ নাছিম আহমেদের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নেয়। তাদের উপস্থিতিতেই মাদ্রাসার ক্লাসও চালু থাকে।
এদিকে শিক্ষক জাফর বরকত প্রকাশ্যে মারপিটের অভিযোগে দায়েরকৃত মামলায় লক্ষিপুর খোলাবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামান কালুকে গত রাতে গ্রেপ্তার করে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।