নাটোর অফিস॥
এসডিজি লোকালাইজেশন ফ্রেমওয়ার্ক প্রনয়ন এবং উন্নয়ন ও অগ্রাধিকার চিহ্নিতকরণ বিষয়ক প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নাটোরের সিংড়া উপজেলা পরিষদ হলরুমে এই কর্মশালার আয়োজন করে উপজেলা প্রশাসন এবং ইউএনডিপি বাংলাদেশ।
ইউএনও এম.এম সামিরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব (পিআরএল) দীপক চক্রবর্তী। সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজি, ইউএনডিপির স্ট্রাটেজিক প্ল্যামার গাজী মুহাম্মদ শাহীনুর রহমান, সিংড়া উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেলিম রেজা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা।
কর্মশালায় চলনবিলের জীববৈচিত্র্য অক্ষুন্ন রেখে সমন্বিত ভাবে কৃষি উন্নয়ন, খাদ্য ও সামাজিক নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য এব যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ বিভিন্ন পরিকল্পনার প্রস্তাবনা তুলে ধরা হয়।