নাটোর অফিস ॥
নাটোরের বাগাতিপাড়া উপজেলা আওয়ামীলীগের নবগঠিত কমিটির সভাপতি নুরুল ইসলাম ঠান্ডুর বিরুদ্ধে গত বছরের নভেম্বর মাসে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে নৌকার প্রার্থীর বিরোধীতা করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার বাগাতিপাড়া উপজেলা আওয়ামীলীগের দ্বিবার্ষিক কাউন্সিলে নুরুল ইসলাম ঠান্ডুকে নবগঠিত কমিটির সভাপতি হিসেবে ঘোষন করেছেন সম্মেলনে উপস্থিত কেন্দ্রিয় নেতৃবৃন্দ। বাগাতিপাড়া ইউপি চেয়ারম্যান মজিবর রহমানকে নবগঠিত এই কমিটির সাধারন সম্পাদক হিসেবে ঘোষনা করা হয়েছে। অভিযোগ উঠেছে নবগঠিত কমিটির সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু গত বছর অনুষ্ঠিত পৌর ও স্থানীয় সরকার নির্বাচনের সময় নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেছেন্। এজন্য সদ্য বিলুপ্ত উপজেলা আওয়ামীলীগ সংগঠনেন সহসভাপতি নুরুল ইসলাম ঠান্ডুকে দলীয় শৃংখলা ভঙ্গে অভিযোগ এনে দলীয় পদ পদবী সহ সদস্য পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেয়। বিলুপ্ত কমিটির সভাপতি আবুল হোসেন ও সাধারন সম্পাদক সেকেন্দার রহমান ২০২১ সালের ২৭ নভেম্বর স্বাক্ষরিত প্রেরিত পত্র মারফত নুরুল ইসলাম ঠান্ডুকে অব্যাহতির বিষয়টি অবহিত করা হয়।
বিলুপ্ত কমিটির সাধারন সম্পাদক সেকেন্দার রহমান জানান, নুরুল ইসলাম ঠান্ডু বিগত স্থানীয় সরকার নির্বাচনের সময় নৌকা প্রাথর্াীর বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়ে সংগঠন বিরোধী ও গঠনতন্ত্রের বিভিন্ন ধারা ভঙ্গ করেন। তার অবস্থান স্পষ্ট হওয়ায় আওয়ামীলীগের গঠনতন্ত্রের ৪৭(ক) ও (ঠ) ধারার বিধান ও আওয়ামীলীগের কেন্দ্রিয় সম্মানিত সাধারন সম্পাদক ওবায়দুল কাদের মহোদয়ের ১২/১১/২০২১ ইং তারিখে স্বাক্ষরিত ইস্যুকৃত পত্রের নির্দেশ অনুযায়ী নুরুল ইসলাম ঠান্ডুকে উপজেলা আওয়ামীলীগের পদ-পদবী থেকে অব্যাহতি প্রদান করে তা অনুমতির জন্য কেন্দ্র কমিটিতে প্রেরণ করা হয়। নৌকা প্রার্থীর বিরোধীতা করার স্পস্ট অবস্থানের ভিডিও ফুটেজ সহ যাবতীয় প্রমান তাদের হাতে রয়েছে বলে তিনি জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক দলে নেতা-কর্মীরা জানান, কাউন্সিলে উপস্থিত আওয়ামী লীগের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল মঞ্চে বার বার ঘোষনা দেন যারা বিগত নির্বাচনে নৌকা প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়েছেন তারা দলীয় নেতৃত্বে আসতে পারবেননা। কিন্তু ঠান্ডুকে সভাপতি করায় কেন্দ্রিয় নেতৃবৃন্দের দেওয়া ঘোষনা স্ববিরোধী বলে দলের অনেকেই মনে করছেন।
এদিকে নুরুল ইসলাম ঠান্ডু জানান, তিনি নৌকা প্রার্থীর েিবরোধীতা করেননি। এছাড়া তাকে সাময়িক অব্যাহতি বা বহিস্কার করা হয়েছে এমন কোন পত্র বা ঠিঠি তিনি পাননি। এব্যাপারে তিনি কিছুই জানেননা। এধরনের মিথ্যা অভিযোগ তুলে যারা তার সুনাম ক্ষুন্নের চেষ্টা করছেন তারা নিজেরাই দলকে কুক্ষিগত করে রেখেছিলেন। দলের কর্মীদের রোষানলে পড়ার শংকায় তারা কাউন্সিল অধিবেশনে ্ হাজির হননি। কেন্দ্রিয় নেতৃবৃন্দেন আহ্বানও তারা প্রত্যাখান করে ধৃষ্টতা দেখিয়েছেন।
আওয়ামী লীগের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল বলেন, কমিটিতে যাদের পদ দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে কোন ধরনের অভিযোগ থাকলে তা প্রমান সাপেক্ষে মঞ্চে হাজির হয়ে উপস্থাপন করার জন্য বারবার মাইকে আহ্বান জানানো হয়। নুরুল ইসলাম ঠান্ডুর বিরুদ্ধে সাময়িক বহিস্কার বা অব্যাহতি বৈধ নয়। উপজেলা কমিটি কাউকে বহিস্কার করতে পারেনা। তার বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে প্রমান সাপেক্ষে উপস্থাপনের জন্য প্রকাশ্যে আহ্বান জানানো হয়। নবগঠিত কমিটির কারো বিরুদ্ধে কেউ অভিযোগ উপস্থাপন করেননি। যারা প্রতিদ্বন্দ্বি ছিলেন তারাও করেননি। এছাড়া স্থানীয় এমপি শহিদুল ইসলাম বকুল,সাবেক এমপি আবুল কালাম আজাদ,সংরক্ষিত এমপি রতœা অঅহমেদ,আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক,জেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল কুদ্দুস এমপি,সাধারন সম্পাদক শরিফুল ইসলাম রমজান উপস্থিত ছিলেন। তারাও ঠান্ডুর বিরুদ্ধে অভিযোগ থাকলে বলতে পারতেন। কিন্তু কেউ এবিষয়ে বলেননি। তবুও নুরুল ইসলাম ঠান্ডুর বিরুদ্ধে নৌকা বিরোধী স্পষ্ট অবস্থানের প্রমান দেখাতে বা উপস্থান করা হলে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। প্রমান হলে তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে।
এই কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাগাতিপাড়া উপজেলার নবগঠিত কমিটির নাম ঘোষনা করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। অন্যান্যের মধ্রে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা, সদস্য বেগম আখতার জাহান, সৈয়দ আব্দুল আউয়াল শামীম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক এমপিসহ স্থানীয় নেতৃবৃন্দ।