নাটোর অফিস॥
নাটোরের সিংড়ায় খাস পুকুর নিয়ে দ্বন্দ্বে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ ৫ জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ স্থানীয় আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান ও তার কর্মীরা। রোববার বিকেল ৫টায় উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের কয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এসময় আহতদের বাড়ি-ঘরে ভাংচুর ও লুটপাট চালায় প্রতিপক্ষরা।
এলাকাবাসী সুত্রে জানা যায়, উপজেলার কয়াপাড়া গ্রামের চকরগাড়ী খাস পুকুর স্থানীয় মাদ্রাসার নামে ভোগ দখল করে আসছিল খাজুরা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মান্নান। সম্প্রতি পুকুরটির মেয়াদ শেষ হলে ইউএনও এর কার্যালয় থেকে পুকুরটি স্থানীয় বৃকয়া একটি সমিতির নামে দেওয়া হয়। এতে আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান ক্ষিপ্ত হয়ে তার কর্মীদের নিয়ে ছাত্রলীগ নেতা মেহেদী হাসানের উপর অতর্কিত হামলা চালায়। এতে ছাত্রলীগ নেতাসহ তার নিকট বেশ কয়েকজন আত্মীয়-স্বজন আহত হয়। আহতরা হল উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান (২২), জামাল উদ্দিন (৫০), সাহিদা খানম (৬০), বিপুল (২২), জিয়ারুল ইসলাম (২০)। আহতের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সবাইকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।
কর্তব্যরত চিকিৎস ডাঃ মইনুল হক বলেন, আহতরা সবাই গুরুতর জখম। প্রাথমিক চিকিৎসা দিয়ে রামেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
অভিযুক্ত আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান বলেন, ছাত্রলীগ নেতা তার মেয়েকে প্রেম নিবেদন এবং গ্রামের একটি খাস পুকুর নিজের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করায় মারধর করা হয়েছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর-এ-আলম সিদ্দিকী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।