নাটোর অফিস ॥
নাটোরের সিংড়ার চলনবিলের জোড়মল্লিকা ও তেলিগ্রাম বিলে অভিযান পরিচালনা করে ৫৫ সেট নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। মঙ্গলবার বিকেল ৫টায় এই অভিযানে অংশ গ্রহণ করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মাহবুব জামান সিদ্দিকী সহ মৎস্য বিভাগ ও থানা পুলিশ।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন জানান, চলনবিলে বন্যার পানি আসার সাথে সাথে এক শ্রেণির প্রভাবশালীরা বিলের বিভিন্ন পয়েন্টে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল দিয়ে পেটে ডিমে ভরপুর মা মাছ শিকার এবং জীববৈচিত্র্য ধ্বংস করছিল। খবর পেয়ে জোড়মল্লিকা ও তেলিগ্রাম বিলে অভিযান পরিচালনা করে ৫৫ সেট জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৪ লক্ষাধিক টাকা।
এদিকে প্রশাসনের এই অভিযানকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। তিনি চলনবিলের মা মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ বানার বাঁধ, সোঁতি ও চায়না দুয়ারী জাল বন্ধে সকলকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসার আহবান জানান।