নাটোর অফিস॥
নাটোরে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ঐচ্ছিক তহবিল হতে প্রাপ্ত অনুদানের চেক সহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও দুঃস্থ জেলের মাঝে ভ্যান রিক্সা বিতরণ করেছেন। এছাড়া ১০৯ জন বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করেছেন। এনসয় এমপি শিমুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দ্রুত উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। নিজেদের টাকায় পদ্মা সেতু তৈরি করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। এই পদ্মা সেতু বাংলাদেশের উন্নয়নের একটি মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দুঃস্থ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার উন্নয়নে সজাগ দৃষ্টি রেখেছেন। অসহায় মানুষদের ভাগ্যান্নয়নে কাজ করে যাচ্ছেন।
মঙ্গলবার সদর উপজেলা হলরুমে নলডাঙ্গা ও সদর উপজেলার ৮১ জন দুঃস্থ ও অসহায়দের মাঝে ৪ লাখ ৭৪ হাজার টাকার চেক এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২৫ শিক্ষার্থীর মাঝে বাই সাইকেল এবং ২০ জন দুঃস্থ জেলের মাঝে ভ্যান রিক্সা বিতরণ করা হয়। এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা খাতুন,সদর থানার ওসি নাছিম আহম্মেদ, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেদুল ইসলাম.সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল সাকিব বাকি, জেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক দিলিপ কুমার দাস, উপ-দপ্তর সম্পাদক আকরামুল ইসলাম,সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আনোয়ার হোসেন আনু প্রমুখ উপস্থিত ছিলেন।