নাটোর: নাটোর-১ আসনের সংসদ সদস্য এড. আবুল কালাম আজাদকে নাটোরে ব্যাপক সংবর্ধনা দেয়া হয়েছে। জাতীয় সংসদ অধিবেশন শেষে ঢাকা থেকে নিজ এলাকা নাটোরের লালপুরে ফেরার পথে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাসে নামক কয়েক হাজার দলীয় নেতাকর্মী-সমর্থক তাকে এ সংবর্ধনা দেন। এ সময় দেড় হাজার মোটরসাইকেল, অর্ধ শতাধিক মাইক্রোবাসে আগত কর্মী সমর্থকরা এমপি কালামকে তার এলাকা লালপুরে আসেন সাংসদ। এসময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পুত্র সজীব ওয়াজেদ জয়ের নামে শ্লোগান দিতে থাকেন। পথিমধ্যে উপজেলার ওয়ালিয়া, গোপালপুর সহ বিভিন্ন মোড়ে শত শত দলীয় নেতাকর্মী ও মহিলারা এমপি কালামকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
পরে কর্মী সমর্থকদের অনুরোধে লালপুর ত্রিমোহনী চত্ত্বরে লালপুর আওয়ামীলীগ সভাপতি আফতাব হোসেন ঝুলফুর সভাপতিত্বে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
সাংসদ কালাম বলেন, ‘লালপুর-বাগাতিপাড়ার উন্নয়ন, অগ্রগতি ও দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণের পাশাপাশি তৃণমূল নেতাকর্মীদের নিয়ে প্রতিটি এলাকায় উঠান বৈঠক করেছি। সড়ক যোগাযোগ, বিদ্যুৎ, শিক্ষা প্রতিষ্ঠানসহ দুই উপজেলায় যে উন্নয়নমূলক কর্মকান্ড হয়েছে, তা এখন দৃশ্যমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নির্বাচন করার সুযোগ দিলে প্রায় অর্ধ লক্ষ ভোটের ব্যবধানে প্রতিপক্ষের প্রার্থীকে পরাজিত করে এ আসনটি প্রাণপ্রিয় নেত্রীকে আবারো উপহার দিতে চাই।’
দলের মনোনয়ন প্রত্যাশীদের উদ্যেশ্যে সাংসদ বলেন, ‘আসুন একসাথে নৌকার ভোট করি, নেত্রীকে আসনটি উপহার দেই। দলের নেতাকর্মীদের বিভ্রান্ত না করে সবাই মিলে উন্নয়নের ধারা অব্যাহত রাখি। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হই।’