নাটোর অফিস॥
জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য নাটোরের বাগাতিপাড়ার বীর মুক্তিযোদ্ধা আশরাফুল আলম খান ডাবলু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিলাহি রাজিউন)।বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে নিজ বাড়িতে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।নাটোরের বাগতিপাড়া উপজেলার নওশেরা মহলায় জন্ম গ্রহণ করেন আশরাফুল আলম খান ডাবলু। তিনি দীর্ঘদিন ধরেই ক্যানসারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ২ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য সজন রেখে যান।বৃহস্পতিবার বিকেলে বাগািতপাড়া মাইলট হাই স্কুল মাঠে প্রথম এবং নওশেরা নিজ গ্রামে দু’টি জানাজা নামাজ শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে একদল চৌকশ পুলিশ সদস্যরা মরহুম মুক্তিযোদ্ধার প্রতি সর্বশেষ সালাম (গার্ড অব অনার) প্রদান করেন।