নাটোর অফিস॥
রাজশাহী বিভাগীয় দলিত ও সমতলের আদিবাসী বিষয়ক সাংবাদিক ফোরামের কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার রাজশাহীর গ্র্যান্ড রিভার ভিউ হোটেলে অনুষ্ঠিত এক সভায় এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক মনোনীত হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের রাজশাহী ব্যুরো প্রধান কাজী শাহেদ,১নং যুগ্ম আহবায়ক মনোনীত হয়েছেন সমকালের নাটোর প্রতিনিধি নবীউর রহমান পিপলু,২ নং যুগ্ম আহবায়ক হয়েছেন যমুনা টেলিভিশনের নওগা প্রতিনিধি শফিক ছোটন,সদস্য সচিব হয়েছেন চাপাঁনবাবগঞ্জের যুগান্তর প্রতিনিধি মনোয়ার হোসেন জুয়েল। ১৫ সদস্যের এই কমিটির অন্য সদস্যরা হলেন চ্যানেল আই রাজশাহী প্রতিনিধি আবু সালেহ মোঃ ফাত্তাহ,বাংলা নিউজ টোয়েন্টি ফোরের শরীফ সুমন,ইত্তেফাকের আনিসুজ্জামান,এসএ টিভির জিয়াউল গনি সেলিম,এনটিভির শ ম সাজু,দেশ রুপান্তরের আহসান হাবিব অপু,গ্লোবাল টিভির রওনক আরা জেসমীন,বাংলার জনপদের মাসুমা ইসলাম,একাত্তর টিভি চাঁপাই প্রতিনিধি এস কে এস রোকন,নাটোরের জনকন্ঠ প্রতিনিধি মুন্ডা কালীদাস রায় ও একুশেটেলিভিশন রাজশাহীর বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটন।
মপহসড ঋনতভপনতা সপখত ঢাকার প্রখ্যাত সাংবাদিক গ্লোবাল টিভির সিএনই সৈয়দ ইসতিয়াক রেজা , ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ বোরহান কবীর ,পিদিম এর প্রকল্প ব্যবস্থাপক ইশরাত বিজু এবং রাজশাহীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীসহ নাটোর,চাঁপাই নবাবগঞ্জ ও নওগাঁর বেশ কয়েকজন সাংবাদিক উপস্থিত ছিলেন।