নাটোর অফিস ॥
স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে নাটোরে মিষ্টি বিতরণ ও বর্ণাঢ্য শোভাযাত্রাসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে স্থানীয় কানাইখালি মাঠে সর্বস্তরের শত শত সাধারন মানুষ ,মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক নেতা-কর্মীসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত হয়ে দিনটিকে স্মরনিয় করে রাখতে একে অপরকে মিষ্টি খাইয়ে কর্মসুচীর শুভ সূচনা করেন। এরপর সেখান থেকে বের করা
হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা। বাদ্য যন্ত্র বাজিয়ে শোভাযাত্রাটি শহরের গুরুত্বপুর্ন এলাকা প্রদক্ষিণ শেষে স্থানীয় অনিমা চৌধুরী অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজন করা হয় কেক কাটা , আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল কুদ্দুস, জেলা প্রশাসক শামীম আহমেদ,পুলিশ সুপার লিটন কুমার সাহা,পৌর মেয়র উমা চৌধুরী জলি, জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক শরিফুল ইসলাম রমজান প্রমুখ।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে সকালে আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ। পরে প্রধান মন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা সহ দেশের কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়।