নাটোর অফিস ॥
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নের পদ্মা সেতু নির্মাণ করে বিশ^কে তাক লাগিয়ে দিয়েছেন বলে মন্তব্য করেছেন নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। শনিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে মাধনগর শামছুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
স্কুলের প্রধান শিক্ষক আরিফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি অধ্যাপক সামছুল ইসলাম,সাবেক দপ্তর সম্পাদক দিলপি কুমার দাস, সাবেক উপ দপ্তর সম্পাদক আকরামুল ইসলাম, জেলা যুবলীগ সভাপতি রশিরুর রহমান খান চৌধুরী এহিয়া,নলডাঙ্গা উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুস শুকুর,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম সরকার , স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার মৃধা, মাধনগর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক আফজাল হোসেন মৃধা প্রমুখ। এসময় দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট দপ্তর সুত্র জানায়,উর্ধমুখী সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় ১ কোটি ১ লাখ ৮ হাজার ৬৫৭ টাকা ব্যয়ে মাধনগর শামছুল ইসলাম (এসআই) উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের নির্মাণ কাজ বাস্তবায়ন করে নাটোর জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। এতে দ্বিতীয় তলায় ৪টি ও নিচতলায় ৪টি শ্রেণী কক্ষ নির্মাণ, সেনেটারী, পানি সরবরাহ ও বৈদ্যুতিক করণ কাজ সম্পন্ন করা হয়।