নাটোর অফিস॥
নাটোরে নানা আয়োজনে ঐতিহাসিক ছয় দফা দিবস পালন করে জেলা আওয়ামী লীগ । আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ, মুনাজাত এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মালেক শেখ, সৈয়দ মর্তুজা আলী বাবলু,বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান পাটোয়ারী, নাটোর পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইশতিয়াক আহমেদ ডলার প্রমুখ। বক্তারা বলেন, বাঙালি জাতির মুক্তির সনদ ছয় দফা। ১৯৬৬ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের পরাধীনতার শৃংখল মুক্তির এই সনদ প্রদান করেন। ঐ দিনের আন্দোলন সূচনার মধ্য দিয়ে দেশ এগিয়ে যায় ৬৯ এর গণঅভ্যুত্থান পেরিয়ে ৭১ এর মুক্তিযুদ্ধের কাংখিত লক্ষ্যে।
আলোচনা সভার পূর্বে দলীয় কার্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ শেষে মুনাজাত পরিচালনা করা হয়।