নাটোর অফিস॥
নাটোরের সিংড়ায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় দুই শতাধিক কৃষক ও কৃষাণীর মাঝে বিনামূল্যে সবজি বীজ, ফলের চারা ও সার বিতরণ করা হয়। রোবববার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পরিষদ হলরুমে ভার্চুয়ালে যুক্ত হয়ে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি(আইসিটি) প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক।
ইউএনও এম.এম সামিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেলিম রেজা প্রমূখ।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেলিম রেজা জানান, মুজিববর্ষ উপলক্ষে অনাবাদী পতিত জমি ও বসতবাড়ীর আঙ্গীনায় পারিবারিক পুষ্টি বাগান স্থপনের জন্য প্রত্যেককে ১২ ধরণের ৩৬ প্যাকেট সবজি বীজ, ২৫ কেজি ডিএপি ও ১৫ কেজি জৈব সার এবং ৬টি করে ফলের চারাসহ কৃষি সামগ্রী বিতরণ করা হচ্ছে।