নাটোর অফিস॥
নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বলেছেন, আওয়ামীলীগ জন্মলগ্ন থেকেই এদেশের মানুষের পাশে রয়েছে এবং থাকবে। জনবান্ধব এই সরকারের সময় দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। মেগা প্রকল্প পদ্মসেতু উদ্বোধন হতে যাচ্ছে। শিক্ষা-বান্ধব বর্তমান সরকার অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি শিক্ষার বিকাশ, উপবৃত্তির পরিধি বৃদ্ধি, শিক্ষকদের প্রশিক্ষণ প্রদানসহ শিক্ষার উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহন করেছে। শিক্ষার্থীরা বছরের প্রথম দিনে নতুন ক্লাসের বই পাচ্ছেন। এসব সুযোগ ব্যবহার করে শিক্ষার্থীরা যোগ্য নাগরিক হয়ে গড়ে উঠবেন। আজ সোমবার দুপুরে নাটোর মহারাজা জে এন স্কুল এন্ড কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধনকালে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এসব কথা বলেন।প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাহিদুর রহমান জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান, প্রতিষ্ঠানের অধ্যক্ষ আশরাফুল ইসলাম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল সাকিব বাকি প্রমুখ।
নির্বাহী প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান জানান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর দুই কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে চার তলার এই একাডেমিক ভবন নির্মাণ কাজ সম্পন্ন করে।