নাটোর অফিস॥
নাটোরের বিশিষ্ট নজরুল সংগীত শিল্পি আব্দুল্লাহ আল মাহমুদকে সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরী মিলনায়তনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিল্পির হাতে ক্রেস্ট ও মানপত্র তুলে দেওয়া হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট খগেন্দ্র নাথ রায়, দীঘাপতিয়া অনার্স কলেজের সহকারী অধ্যাপক অশোক ভদ্র, এপেক্স বাংলাদেশ এর সাবেক গভর্ণর এডভোকেট আব্বাস আলী, ধানসিঁড়ি রক্তদান কর্মসূচীর সভাপতি নারায়ন সরকার প্রমুখ।
বক্তারা বলেন, জাতীয় জীবনের যে কোন সমস্যা ও সংকট মোকাবেলায় কাজী নজরুল ইসলামের লেখা আমাদের জন্যে অনুসরণীয়। জীবনের সকল ক্ষেত্রে কবির ছিলো হিরন্ময় পদচারণা। প্রতিবেশী দেশ থেকে কাজী নজরুল ইসলামকে আমাদের দেশে নিয়ে আসা ও চিকিৎসার ব্যবস্থা করায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্তারা।
অনুষ্ঠানে নজরুলের কবিতা আবৃত্তি করেন আব্দুস সবুর এবং নজরুল সংগীত পরিবেশন করেন সাদিকুল ইসলাম সাদী ও আব্দুল্লাহ আল মাহমুদ। ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরী এবং অগ্নিবীণা সাহিত্য সংসদ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করে ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরীর সহ সভাপতি ও অগ্নিবীণা সাহিত্য সংসদের সভাপতি এডভোকেট আব্দুল ওহাব। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক আলতাফ হোসেন।
অনুষ্ঠানে দীর্ঘ চার দশক ধরে জীবনের সংগীত চর্চা এবং নজরুল সংগীত পরিবেশনের অবদান রাখায় শিল্পি আব্দুল্লাহ আল মাহমুদকে সংবর্ধনা প্রদান করা হয়