নাটোর অফিস॥
নাটোরের বড়াইগ্রামে মজুত করে বোতলজাত সয়াবিন খোলা সয়াবিন হিসেবে বিক্রয় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ৬ হাজার ছয়’শ লিটার সয়াবিন জব্দ এবং ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। শুক্রবার রাত ৮টায় উপজেলার জোনাইল বাজারে এ অভিযান চালায় ভোক্তা অধিকার – র্যাব-৫ ।
র্যাব-৫ এর সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন বলেন,
উপজেলার জোনাইল বাজারের মোল্লা ডিপার্টমেন্টাল ষ্টোর চার’শ, রুপম ষ্টোর এক হাজার, মিতা ষ্টোর থেকে ছয়’শ, বিল্লাল ষ্টোর এক’শ ও মেসার্স দেবাশীষ ষ্টোরের গুদাম হতে বোতলজাত সারে চার হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। মজুত ও বোতলজাত সয়াবিন খোলা হিসেবে বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর মেসার্স দেবাশীষ ষ্টোরেকে ১ লাখ পঞ্চাশ হাজার, রুপম ষ্টোরকে ১ লাখ, বিল্লাল ষ্টোরকে ২৫ হাজার, , মিতা ষ্টোরকে ২৫ হাজার ও বিল্লাল ষ্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করেন। পরে জব্দকৃত সয়াবিন সরকার নির্ধারিত পূর্বের মূল্যে ১৬০ টাকা লিটার হিসেবে স্থানীয় ক্রেতাদের মধ্যে বিক্রি করা হয়।